শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

হেটমায়ারকে ফেরালেন দৌলত

হেটমায়ারকে ফেরালেন দৌলত

বিধ্বংসী হেটমিায়ারকে নিজের দ্বিতীয় শিকারে পরিনত করেন দৌলত। ব্যক্তিগত ৩৯ রানে অতিরিক্ত খেলোয়াড় নূর আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হোপ ৬৫ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান।

লুইসকে ফিরিয়ে জুটি ভাঙলেন রশিদ

ওপেনার ব্যাটসম্যান লুইসকে ৫৮ রানে ফিরিয়ে দিয়ে হোপের সঙ্গে গড়া ৮৮ রানের জুটি ভাঙলেন রশিদ। ২৫তম ওভারের পঞ্চম বলে এই লেগ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হোপ ৪১ রানে ও হেটমায়ার ০ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১০৯ রান।

লুইস-হোপের ব্যাটে এগোচ্ছে উইন্ডিজ

গেইলের বিদায়ের পর লুইস-হোপের ব্যাটি এগিয়ে যাচ্ছে উইন্ডিজ। ইনিংসের ১২তম ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ করেন এই দুই ব্যাটসম্যান। ইতিমধ্যে পঞ্চাশ রানের জুটিও পূর্ণ করেছেন এই দুই তারকা। লইস ৪৫ রানে ও হোপ ১৯ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ৭৩ রান।

গেইলের হতাশাজনক বিদায়

বিশ্বকাপে সম্ভবত এটাই ছিল গেইলের শেষ ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে কখনো ভালো না খেলতে পারা এই ব্যাটসম্যান আজও পারলেন না। মাত্র ৭ রানে দৌলতের বলে ইকরামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্বঘোষিত ‘ইউনিভার্সেল বস’। লুইস ১৪ রানে ও হোপ ৪ রানে অপরাজিত আছেন।

দলীয় সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ২৫ রান।

টস জিতে ব্যটিংয়ে উইন্ডিজ

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আফগান অধিনায়ক গুলবাদিন নাইবও টসে জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। উইন্ডিজ দলে আজ পরিবর্তন আছেন দুটি। লুইস ও রোচ দলে এসেছেন। বাদ পড়েছেন অ্যাবব্রিস ও গ্যাব্রিয়েল। আফগান দল আজ হামিদ এবং হাশমতউল্লাহতে ভরসা রাখেনি। দলে ফিরেছেন শিরজাদ ও দৌলত।

উইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, ফ্যাব্রিয়ান অ্যালেন, শেলড্রন কটরেল, ওশানে থমাস।

আফগান একাদশ: রহমত শাহ, গুলবাদিন নাইব (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্ম্দ নবী, শামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, সাইদ শিরজাদ, মুজিব উর রহমান।

নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-উইন্ডিজ

টুর্নামেন্টের মাঝপথেই সকল সমীকরনের উর্ধ্বে চলে যাওয়া আফগানিস্তান ও উইন্ডিজ আজ বিশ্বকাপের ৪২তম ম্যাচে মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচে কোন দলেই কোন আশা নেই। ম্যাচটি হয়ে দাঢ়িয়েছে স্রেফ নিয়মরক্ষার।

পরিসংখ্যান:

মুখোমুখি লড়াইয়ে দুই দলের শক্তিমত্তা বোঝার উপায় নেই। বিশ্বকাপে কখনোই দেখা না হওয়া দল দুটির মুখোমুখি ওয়ানডে ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে আফগানরা।

ওয়ানডেতে:

ম্যাচ: ৪

আফগানিস্তান জয়ী: ৩

উইন্ডিজ জয়ী: ১

পরিত্যক্ত: ১


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD