শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নেমে জাসপ্রিত বুমরাহর জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়েছে শ্রীলঙ্কা। ৪০ রানেই বিদায় নিয়েছেন দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা। ইনিংসের চতুর্থ ওভারে করুনারত্নে ও অষ্টম ওভারে কুশাল পেরেরাকে বিদায় করেন বুমরাহ। দুজনই ধরা পড়েন উইকেটরক্ষক ধোনির হাতে। ৯ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ দুই উইকেটে ৫০ রান।
চলতি বিশ্বকাপের লিগপর্বের খেলা শেষ ম্যাচ এটি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
দিনের অপর ম্যাচে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার সবার ওপরে। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে সবার ওপরেই থাকবে।