রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

আপডেট
*** যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির  জন্য আজই যোগাযোগ করুন  - 01646990850  ***  ভিজিট করুন - www.popularhostbd.com  ***
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক” সকালের সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শার্শায় সরকারি চাকরীর প্রলোভন দেখিয়ে ক্রিড়া শিক্ষক মিজানের প্রতারণা জয় বাংলা থেকে বাংলাদেশ/সেলিম রেজা/ প্রতিষ্ঠাতা সভাপতি : বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য কেন্দ্র।  বেনাপোলে ৩ সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত যশোরে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় শার্শার নেতাকর্মীদের ঢল বেনাপোলে ট্রাক সিরিয়াল সিন্ডিগেটের মাধ্যমে মাসে কোটি টাকার চাঁদাবাজি! আদালতে মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকী ও সম্পত্তি জবরদখলের অভিযোগ বেনাপোলে ক্ষমতার দাপটে সাবেক চেয়ারম্যানের মাতলামী! শীক্ষার্থীরা আতঙ্কে বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামিসহ গ্রেপ্তার ০২

ঢাকায় পৌঁছেছেন ফিজিও জুলিয়ান

ঢাকায় পৌঁছেছেন ফিজিও জুলিয়ান

দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টে পেসারদের নিয়ে কাজ করছেন। ফিটনেস কোচও আছেন দলের সঙ্গে। এবার ঢাকায় পৌঁছেছেন সম্প্রতি নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। শনিবার ঢাকায় পৌঁছেছেন তিনি। ভ্রমণ ক্লান্তি কাটাতে বিশ্রাম নিচ্ছেন তিনি। এরপরই দলের সঙ্গে যোগ দেবেন।

জাতীয় দলের কোচিং স্টাফের সব পদেই নিয়োগ হয়ে গিয়েছিল। বাকি ছিল ফিজিওর পদটি। এই পদের জন্য দক্ষিণ আফ্রিকান ক্যালিফাতোকে বেছে নেয় বিসিবি। এ নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের পাঁচজনই দক্ষিণ আফ্রিকান। ডমিঙ্গো, ল্যাঙ্গেভেল্ট ও কুক জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি আগে থেকেই আছেন। প্রাথমিকভাবে ক্যালিফাতোর সঙ্গেও দুই বছরের চুক্তি হয়েছে বোর্ডের।

টাইগারদের সর্বশেষ ফিজিও ছিলেন শ্রীলংকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান থিহান চন্দ্রমোহন। বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।জুলিয়ান অবশ্য ক্রিকেট অঙ্গনে তেমন পরিচিত নন। আন্তর্জাতিক দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নেই তার। তবে পেশাগত দিক থেকে খুবই অভিজ্ঞ তিনি। অ্যালামনাস অব দ্য ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়া, কেপটাউন বিশ্ববিদ্যালয় ও স্টেলেনবাচ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তার। ফিজিওথেরাপিতে মাস্টার্স, মেডিকেল অনার্স ডিগ্রি, ফিজিক্যাল এডুকেশন ও জিওগ্রাফিতে ব্যাচেলর ডিগ্রি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ফিজিওথেরাপি প্লেসমেন্ট সম্পন্ন করেন জুলিয়ান।

কাজ করেছেন ভিন্ন ভিন্ন ক্রীড়া অঙ্গনের ফিজিও হিসেবে। ইংল্যান্ডের গ্লুস্টারশায়ার কাউন্টি ক্রিকেটে ফিজিও হিসেবে কাজ করেছেন। ইংল্যান্ডের অ্যাথেনা অ্যাথলেটিকস লিমিটেডের স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন কনসালট্যান্ট হিসেবে কাজ করেন ১১ বছর। ফ্রান্স, স্পেন ও সুইজারল্যান্ডেও ফিজিও হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তার। রাগবির কনসালট্যান্ট, হকি দলের ফিজিও, কাউন্টি ক্রিকেট, ব্রিটিশ ভারোত্তোলন, সুইজারল্যান্ডের আইস হকি দলেও ফিজিও এবং কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। তার এই অভিজ্ঞতা দলের কাজে দেবে বলেই মনে করছে বিসিবি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD