শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

বুমরাহর হ্যাটট্রিকে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

বুমরাহর হ্যাটট্রিকে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় দিনের প্রথম বলেই রিশাভ পান্তকে সাজঘরে পাঠিয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। পরে তিনি পূরণ করেছেন নিজের পাঁচ উইকেটও। কিন্তু দিন শেষে আর হাসিমুখ ধরে রাখতে পারেননি ক্যারিবীয় অধিনায়ক।

অবশ্য বলা ভালো, ক্যারিবীয়দের মুখের হাসি কেড়ে নিয়েছেন ভারতের গতিতারকা জাসপ্রিত বুমরাহ। অসাধারণ বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে ভেঙে দিয়েছেন উইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ড। যার ফলে ৪১৬ রানের জবাবে ফলোঅনের শঙ্কায় পড়ে গেছে স্বাগতিকরা।

ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ। এরপর শামার ব্রুকস ও রস্টোন চেজকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। চেজের উইকেটটিতে প্রথমে আঙুল তোলেননি আম্পায়ার, রিভিউ নিতেও রাজি ছিলেন না বুমরাহ।

অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় রিভিউ নেয় ভারত, আর তাতেই হয়ে যায় বুমরাহর হ্যাটট্রিক। যার ফলে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠানের (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পান বুমরাহ। এছাড়া জার্মেইন লওসন ও ম্যাথু হোগার্ডের পর তৃতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ কীর্তি দেখিয়েছেন তিনি।

শুধু হ্যাটট্রিক করেই থেমে থাকেননি বুমরাহ, পূরণ করেছেন ইনিংসের নিজের ষষ্ঠ পাঁচ উইকেটও। দিন শেষে ৩৩ ওভার ব্যাটিং করে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেট ৮৭ রান। এর মধ্যে ৯.১ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন বুমরাহ একাই। অন্য উইকেটের দখলদার মোহাম্মদ শামী। ফলোঅন এড়াতে এখনও ১৩০ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের।

এদিকে দিনের প্রথম বলেই রিশাভ পান্তের উইকেট হারালেও, হানুমা বিহারী ও ইশান্ত শর্মার ১১২ রানের জুটিতে ভর করে ৪১৬ রানের সংগ্রহ পায় ভারত। অষ্টম উইকেটে বিহারীর সঙ্গে এ জুটি গড়ার পথে ৫৮ রান করেন ইশান্ত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১১১ রানের ইনিংস খেলেন বিহারী।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD