সোমবার, ২৯ মে ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
পাকিস্তানের হেড কোচ হচ্ছেন মিসবাহ উল হক- এমন একটা আভাস আগেই মিলেছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটে তিন বছরের চুক্তিতে জাতীয় দলের ভার দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে। তার প্রতি অগাধ আস্থা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তাই হেড কোচের সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্বও দেওয়া হয়েছে মিসবাহ উল হককে। তার সঙ্গে প্রত্যাশিতভাবে ওয়াকার ইউনিসকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। মিসবাহ-ওয়াকার এর আগেও জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন জাতীয় দলে। তবে তা ছিল ভিন্ন ভূমিকায়। মিসবাহ যখন অধিনায়ক ছিলেন তখন হেড কোচের ভূমিকায় ছিলেন ওয়াকার। এবার অন্য ভূমিকায় দুজনকেই তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এই হেড কোচের জন্য আবেদন করতে একটা সময় গড়িমসি করেছিলেন মিসবাহ। কারণ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডেরও হেড কোচের দায়িত্ব নিতে হবে তাকে। এমন ভাবনার কথা পিসিবিও জানতে পেরেছিল। তাই তারা দ্বারস্থ হয়েছিল মিসবাহর। ডেড লাইন লাইন শেষ হওয়ার এক ঘণ্টা আগে শেষ পর্যন্ত আবেদন করেন তিনি। মিসবাহ তারপর মোহসিন খান ও ডিন জোন্সকে পেছনে ফেলে চূড়ান্ত হলেন এই পদের জন্য। এই মিসবাহর অধিনায়কত্ব গুণ নিয়েই একটা সময় সংশয় ছিল নিন্দুকদের। সেই মিসবাহই সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কোচিংয়েও তেমনটি করতে পারবেন বলে মনে করছে পিসিবি।