শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে 

বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে 

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো জিতলো বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার ফোর্টহিলের ডান্ডিতে ডাকওয়ার্থ লুইস মেথডে ১৩ রানে স্বাগতিক স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো গতবারের শিরোপা জয়ীরা। সেমিফাইনালে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে আয়ারল্যান্ডকে। গতবার আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমা-জাহানারারা। বৃহস্পতিবার ফোর্টহিলেই দুইদল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। গ্রুপের শেষ ম্যাচের শুরুতে নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর মাঠে নামে বাংলাদেশ ও স্কটল্যান্ড। খেলা নির্ধারিত হয় সর্বোচ্চ ১৭ ওভারের। তাতে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে করে ১০৪ রান। তাদের ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। আবার খেলা শুরু হলে স্কটিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রান। ৬ উইকেট হারিয়ে তারা থামে ৪৯ রানে। ১৬ রানে ওপেনার সানজিদা ইসলাম বিদায় নিলে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা ৩১ রানের জুটি গড়েন। মুর্শিদা ২৬ রানে আউট হওয়ার পর রিতু মনি (৪) দ্রুত বিদায় নেন। এরপর নিগার ইনিংস সেরা ৩৯ রানের জুটি গড়েন ফারজানা হককে (২৩) সঙ্গে নিয়ে। নিগার ৩৭ বলে তিন চারে ৩৫ রানে অপরাজিত ছিলেন, ২ রানে টিকে ছিলেন ফাহিমা খাতুন। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ব্রাইস ও আবতাহা মাকসুদ সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। লক্ষ্যে নেমে স্কটিশ অধিনায়ক ক্যাথরিন নিজের সেরাটা খেলেছেন। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে অন্য ব্যাটসম্যানরা তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি। ২০ বলে ২১ রানের সেরা ইনিংস খেলেন ক্যাথরিন। ১৮ ওভারে তাদের ২ উইকেট নেওয়ার পর ষষ্ঠ ওভারে দুটি রান আউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। সপ্তম ওভারে টানা দুই বলে আরও দুটি উইকেট হারায় স্বাগতিকরা। ৬.৩ ওভারে ৪০ রানে ৬ উইকেট হারানো দলকে সাফল্য এনে দিতে পারেননি প্রিয়ানাজ চ্যাটার্জি ও এলেন ওয়াটসন। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল স্কটল্যান্ডের। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ জেতানো ওভার করা নাহিদা আক্তার করেন ওই ওভার, দেন মাত্র ৫ রান। প্রিয়ানাজ ৫ ও এলেন ৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিতু, নাহিদা ও খাদিজা তুল কুবরা। একই দিন টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে খেলবে পাপুয়া নিউগিনি ও থাইল্যান্ড। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দুই দল খেলবে আগামি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD