শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচনে অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে।
আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোটগ্রহণ করা হয়।
যদি এত ঝামেলা হতো তা হলে কিন্তু ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো। সেটি কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এ কারণেই এখনও পরিবেশ শান্ত রয়েছে।
শোভন বলেন, আগে ডাকসু নির্বাচন কেন্দ্র করে রক্ত ঝরত, লাশ পড়ত। সেই পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই– ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক।