রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
টেস্ট জয়ে কোন দলের লেগেছিল কত দিন? আফগানিস্তান মাত্র দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছে। কিন্তু সব কটি দলের এই সৌভাগ্য হয়নি। নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল ২৬ বছর!
প্রথম টেস্ট জিততে মাত্র ৫ দিন সময় লেগেছিল অস্ট্রেলিয়ার। ১৮৭৭ সালে ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডই বলতে গেলে গড়েপিঠে বানিয়ে দেয় অস্ট্রেলিয়া দলটি। কিন্তু কী আশ্চর্য, সেই অস্ট্রেলিয়াই হারিয়ে দেয় ইংল্যান্ডকে!
ইংল্যান্ড অবশ্য পরের টেস্টই জিতে যায়। তাদের প্রথম টেস্ট জিততে সময় লাগে ২১ দিন। ম্যাচের হিসাবে ২ টেস্ট। ইংল্যান্ডের সেই কীর্তি পরে ছুঁয়েছিল পাকিস্তান। ১৯৫২ সালে টেস্ট আঙিনায় পা রাখতে ভারতে এসেছিল পাকিস্তান। প্রথম টেস্ট হেরে যাওয়ার পর অনেককেই চমকে দিয়ে পাকিস্তান জিতে যায় দ্বিতীয় টেস্টটি।
ইংল্যান্ড ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টেই প্রথম জয় তুলে নেওয়ার সেই কীর্তি কাল ছুঁল আফগানিস্তান। সময়ের হিসাবে তাদের লাগল মাত্র ৯ মাস।
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েরও তুলনামূলক কম সময় লেগেছিল প্রথম জয়ের দেখা পেতে। যথাক্রমে ষষ্ঠ ও একাদশ ম্যাচে গিয়ে টেস্ট জয় পেয়েছিল এই দুটি দল। সময়ের হিসাবে ২ বছর। শ্রীলঙ্কার লেগেছিল ৩ বছর ৭ মাস, ১৪ ম্যাচ। বাংলাদেশের চার বছর, তবে ম্যাচ লেগেছিল ৩৫টি।
বাকি দলগুলোর প্রথম জয় পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার লেগেছিল ১৬ বছর ১০ মাস। এই সময়ের মধ্যে অবশ্য মাত্র ১২ ম্যাচ খেলেছিল তারা। ভারতের লেগেছিল ১৯ বছর ৮ মাস। তারা খেলেছিল ২৫ টেস্ট। টেস্ট জয়ে দীর্ঘতম অপেক্ষা ছিল নিউজিল্যান্ডের। ম্যাচের হিসাবে ৪৫ টেস্ট, আর সময়ের হিসাবে দীর্ঘ ২৬ বছর ২ মাস!
অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | পাকিস্তান | আফগানিস্তান |
ম্যাচ: ১
বিপক্ষ: ইংল্যান্ড ভেন্যু: মেলবোর্ন সাল: ১৮৭৭ সময়: ৫ দিন |
ম্যাচ: ২
বিপক্ষ: অস্ট্রেলিয়া ভেন্যু: মেলবোর্ন সাল: ১৮৭৭ সময়: ২১ দিন |
ম্যাচ: ২
বিপক্ষ: ভারত ভেন্যু: লক্ষ্ণৌ সাল: ১৯৫২ সময়: ১১ দিন |
ম্যাচ: ২
বিপক্ষ: আয়ারল্যান্ড ভেন্যু: দেরাদুন সাল: ২০১৯ সময়: ৯ মাস |
ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | দ. আফ্রিকা | শ্রীলঙ্কা |
ম্যাচ: ৬
বিপক্ষ: ইংল্যান্ড ভেন্যু: জর্জটাউন সাল: ১৯৩০ সময়: ২ বছর ১ মাস |
ম্যাচ: ১১
বিপক্ষ: পাকিস্তান ভেন্যু: হারারে সাল: ১৯৯৫ সময়: ২ বছর ৩ মাস |
ম্যাচ: ১২
বিপক্ষ: ইংল্যান্ড ভেন্যু: জোহানেসবার্গ সাল: ১৯০৬ সময়: ১৬ বছর ১০ মাস |
ম্যাচ: ১৪
বিপক্ষ: ভারত ভেন্যু: কলম্বো সাল: ১৯৮৫ সময়: ৩ বছর ৭ মাস |
ভারত | বাংলাদেশ | নিউজিল্যান্ড | আয়ারল্যান্ড |
ম্যাচ: ২৫
বিপক্ষ: ইংল্যান্ড ভেন্যু: চেন্নাই সাল: ১৯৫২ সময়: ১৯ বছর ৮ মাস |
ম্যাচ: ৩৫
বিপক্ষ: জিম্বাবুয়ে ভেন্যু: চট্টগ্রাম সাল: ২০০৫ সময়: ৪ বছর ২ মাস |
ম্যাচ: ৪৫
বিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ ভেন্যু: অকল্যান্ড সাল: ১৯৫৬ সময়: ২৬ বছর ২ মাস |