বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ইমার্জিং এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। আজ ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এশীয় ক্রিকেটের অনূর্ধ্ব ২৩ বছরের এ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। হংকংয়ের ৯ উইকেটে তোলা ১৬৬ রানের পিছু তাড়া করে মাত্র এক উইকেট খুইয়ে দিনের ১৫৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
পেসার সুমন খান (১০ ওভারে ৪/৩৩) আর ডানহাতি অফস্পিনার মেহেদি হাসানের (১০ ওভারে ২/২৩) সাঁড়াশি বোলিংয়ের মুখে হংকংয়ের একজন ব্যাটসম্যানও মাথা তুলে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান আসে মিডল অর্ডার হারুন আরশাদের ব্যাট থেকে।
জবাবে ওপেনার নাইম শেখ আর সৌম্য সরকারের উত্তাল উইলোবাজিতে অতি সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। নাইম শেখ বল পিছু রান তুলে ৫২ (৮টি বাউন্ডারিতে) করে ফিরলেও আরেক বাঁহাতি সৌম্য সরকার ৭৪ বলে ৯ বাউন্ডারি আর তিন ছক্কায় নট আউট থাকেন ৮৪ রানে।