মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ঘরোয়া ফুটবল লীগের সর্বোচ্চ আসর লা লিগা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের পতাকাসহ একটি ছবি প্রকাশ করে লা লিগা অফিশিয়াল পেজ। যেখানে শুভেচ্ছাবার্তায় লিখা হয়, ‘লা লিগার তরফ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ বাংলাদেশের ইউরোপিয়ান ফুটবলের প্রচুর ভক্ত-সমর্থক রয়েছে। বর্তমান সেরা দুই ফুটবলার লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের অগণিত সমর্থক রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সমর্থকদের কথা মাথায় রেখে প্রায় সব বিশেষ দিন গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানায় লা লিগা।
লা লিগা ছাড়াও বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছো জানিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি তাদের ফেসবুক পেজেও একটি ছবি প্রকাশ করে। ছবিটিতে দেখা যায় লাল সুবজের বাংলাদেশের পতাকার সামনে মেসি-সুয়ারেজদের উল্লাস করছে। এবং লিখা রয়েছে, ‘বাংলাদেশের সকল ভক্তদের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।