শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
আইসল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ইউরো বাছাইয়ে দারুণ সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সোমবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ স্টেদি দি ফ্রান্স স্টেডিয়ামে আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন স্যামুয়েল উমতিতি। কিলিয়ান এমবাপ্পের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন উমতিতি। ম্যাচের ৬৮তম মিনিটে অলিভার জিরুর গোলে ব্যবধান দ্বিগুণ করেন। বেঞ্জামিন পাভার্দের ক্রস থেকে সহজেই জালে বল জড়ান জিরু। ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক এখন জিরু। ৮৯ ম্যাচ খেলে ৩৫ গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।
তার সামনে আছে মিশেল প্লাতিনি, ৭২ ম্যাচে ৪১ গোল ও থিয়েরি অঁরি , ১২৩ ম্যাচে ৫১ গোল। ম্যাচের ৭৮ মিনিটে গ্রিজম্যানে পাস থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের ৮৪ মিনিটে শেষ গোলটি করেন গ্রিজম্যান।
‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে মালদোভার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে তুরস্ক। আনদোরাকে ৩-০ গোলে হারিয়েছে আলবেনিয়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপর ফ্রান্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে