বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন

আপডেট
*** যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির  জন্য আজই যোগাযোগ করুন  - 01646990850  ***  ভিজিট করুন - www.popularhostbd.com  ***
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক” সকালের সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শার্শায় সরকারি চাকরীর প্রলোভন দেখিয়ে ক্রিড়া শিক্ষক মিজানের প্রতারণা জয় বাংলা থেকে বাংলাদেশ/সেলিম রেজা/ প্রতিষ্ঠাতা সভাপতি : বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য কেন্দ্র।  বেনাপোলে ৩ সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত যশোরে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় শার্শার নেতাকর্মীদের ঢল বেনাপোলে ট্রাক সিরিয়াল সিন্ডিগেটের মাধ্যমে মাসে কোটি টাকার চাঁদাবাজি! আদালতে মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকী ও সম্পত্তি জবরদখলের অভিযোগ বেনাপোলে ক্ষমতার দাপটে সাবেক চেয়ারম্যানের মাতলামী! শীক্ষার্থীরা আতঙ্কে বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামিসহ গ্রেপ্তার ০২

ভরা ইডেনে সেলফি নিলেন সৌরভ

ভরা ইডেনে সেলফি নিলেন সৌরভ

বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই শুক্রবার ইডেন গার্ডেন্সে আয়োজিত হলো দিন-রাতের টেস্ট ম্যাচ। ম্যাচে ভরা গ্যালারির সঙ্গে নিজের সেলফি পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তার টুইটারে ওই ছবি পোস্ট করে লেখেন ‘গোলাপি টেস্টের দুর্দান্ত পরিবেশ ইডেনে।’ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ। দাদার আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেনে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে সূচনা করেন গোলাপি বলের টেস্টের। সৌরভের পোস্টে ভক্তরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন এক ম্যাচ আয়োজনের জন্য। ইডেন টেস্টকে দিন-রাতের টেস্ট হিসেবে আয়োজন করার প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হওয়ার পরেই তিনি এই প্রস্তাব পেশ করেছিলেন। বিসিবি তার প্রস্তাব মেনে নেয়। আর তারপরই নির্ধারিত হয়ে যায় ২২ নভেম্বরের টেস্ট হতে চলেছে গোলাপি বলের টেস্ট ম্যাচ। ভারত সপ্তম দেশ হিসেবে গোলাপি বলের টেস্ট খেলল। এর আগে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে ছয়টি দেশ। সেই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরশাহি।অস্ট্রেলিয়া পাঁচবার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরশাহি করেছে দুইবার। বাকি দেশেরা একবার করে এই ম্যাচ আয়োজন করেছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১১টি দিন-রাতের টেস্ট খেলা হয়েছে। ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে প্রথম গোলাপি বলের টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD