সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
পৃথিবীর ইতিহাসে এই প্রথম জলীয় বায়ুমণ্ডলসহ নয়া গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও দেখছেন তারা। বিজ্ঞান বিষয়ক জার্নাল-ন্যাচার অ্যাস্ট্রোনমিতে জানানো হয়, একটি তারাকে কেন্দ্র করে ঘুরতে থাকা ওই গ্রহের নাম কে টু-এইটিন বি। পৃথিবীর প্রায় দ্বিগুণ আকৃতির গ্রহটির আবিষ্কারক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রফেসর জিওভান্না টিনেট্টির নেতৃত্বাধীন মহাকাশবিজ্ঞানীরা।
পৃথিবী থেকে একশ’ ১১ আলোকবর্ষ দূরের গ্রহটির বায়ুমণ্ডলে জীবন ধারণের উপযোগী গ্যাসের উপস্থিতি নিয়েও গবেষণা চলছে। বিজ্ঞানীদের আশা আগামী বছর উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজন্মের টেলিস্কোপ ব্যবহার করে ১০ বছরের মধ্যে এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।