শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
প্রতিশ্রুতির বন্ধনে
হাসিনা হারভীয়া
আকাশের চাঁদ যেমন সুন্দর, ভালোবাসা ও
তেমন সুন্দর,ভালোবাসা ওই সুনীল আকাশের
রুপালি চাঁদের মতই।
একটা ভালোবাসাকে প্রতিশ্রুতির বন্ধনে,
হাজার বছর, আগলে রাখার নাম ভালোবাসা।
ভালোবাসা স্বপ্লিল আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত পবিত্র।
ভালোবাসা এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে
ততই কাছে টানবে,যদি কাউকে সত্যিই মন থেকে
ভালোবাসো, তাকে হারিযে যেতে দিও না,
প্রতিশ্রুতির বন্ধনে বেঁধে রেখো,হাজার বছর ধরে।
ভালোবাসাকে বেঁধেছি হৃদয়ের শিকল দিয়ে
ভালোবাসার প্রতিশ্রুতি বন্ধনে,
ভালোবাসা আমার বেঁচে থাক, হাজার বছর অন্তরে।
তোমার মায়া যেনো আমার কবিতায় মেশা
তুমি যেনো আমার শব্দ চয়ন নেশা,
থেকো হাজার বছর প্রতিশ্রুতির বন্ধনে বাঁধা,
হৃদয়ের স্পর্শে মিশে।💕