শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার হিসাবে আর্থিক বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকালে ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ। প্রকল্প কর্মকর্তা আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শহিনুর রহমান শাহীন, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান। বক্তব্য রাখেন, শিক্ষার্থী এসএম ফয়েজ, আইরিন সুলতানা পলি ও ফারজানা আক্তার টুম্পা। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ১৯ মেধাবী সন্তানকে ১ লাখ ১৫ হাজার ৫শ টাকা শিক্ষা উপহার হিসাবে আর্থিক বৃত্তি প্রদান করা হয়।