বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

ক্রীড়া চর্চা মস্তিষ্ক সক্রিয় রাখে: বেরোবি উপাচার্য

ক্রীড়া চর্চা মস্তিষ্ক সক্রিয় রাখে: বেরোবি উপাচার্য

ক্রীড়া চর্চা মানব দেহের মস্তিষ্ক সক্রিয় রাখে, শুধু তাই নয়, এর চর্চার মধ্যদিয়ে শরীর ও মনের কর্মস্পৃহা বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

সোমবার বেলা ১১টায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্রীড়া সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিভাগীয় প্রধান আতিউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, প্রভাষক বিদ্যুৎ কুমার ঘোষ এবং মহুয়া শবনমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এবারের ক্রীড়া সপ্তাহে বিভাগের ভিন্ন ভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারাম এবং লুডু খেলায় অংশ নেবেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD