রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের (বিআইপি) বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার কারওয়ান বাজারে বিআইপির নিজস্ব কার্যালয়ে (প্ল্যানার্স টাওয়ার) সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের ১ হাজার ৫২০ জন সদস্য ভোটের মাধ্যমে ২০২৪ ও ২০২৫ সালের জন্য কমিটি নির্বাচিত করেন।
১১ সদস্যের কমিটির পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়েছিলেন। বাকি ছয়জন নির্বাচিত হয়েছেন ভোটের লড়াইয়ে। প্রতিপক্ষকে ৫৩১-৪৩১ ভোটে হারিয়ে বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিঁয়াজো) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতক এবং স্নাতকোত্তর ও পরিকল্পনা পরামর্শক, পরিকল্পনাবিদ মো. আবু নাইম সোহাগ। বিজয়ী হওয়ার মাধ্যমে নতুন দায়িত্ব শুরু করলেন দীর্ঘ সময় বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সোহাগ।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। নগর ও আঞ্চলিক পরিকল্পনার অগ্রগতির জন্য এই প্রতিষ্ঠান দেশের পরিকল্পনাবিদদের জাতীয় পেশাদার সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে, প্রতিষ্ঠানটি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শহর অঞ্চলের পরিকল্পিত ও সুশৃঙ্খল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বিআইপি দেশের পরিবহন, পরিবেশসহ নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সেমিনার, কর্মশালার আয়োজন করে এবং জার্নাল প্রকাশ করে, স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভার ব্যবস্থা করে এবং ভৌত পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের (বিআইপি) সদস্যরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অধ্যয়ন শেষে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থায় পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
নতুন নির্বাচিত কমিটিপ্রেসিডেন্ট আদিল মুহাম্মদ খান, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহরিয়ার আমিন, ড. মো. শফিক-উর রহমান, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, ট্রেজারার মু. মোসলে উদ্দীন হাসান, বোর্ড মেম্বার তামান্না বিনতে রহমান, উসওয়াতুন মাহেরা খুশি, হোসনে আরা, মো. আবু নাইম সোহাগ ও মো. ফাহিম আবেদীন।