শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

দুর্দান্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

দুর্দান্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু নিউজিল্যান্ডের

দুই ব্যাটার ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসনের জোড়া হাফ-সেঞ্চুরির সাথে পেসার টিম সাউদির বোলিং নৈপুন্যে জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক নিউজিল্যান্ড। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৪৬ রানে হারিয়েছে পাকিস্তানকে।
অকল্যান্ডে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলে নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে বিদায় দেন পাকিস্তানের নতুন অধিনায়ক ও পেসার শাহিন শাহ আফ্রিদি।
শুরুর ধাক্কা আমলে না নিয়ে দ্বিতীয় উইকেটে ঝড়ো গতিতে ২৮ বলে ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার ফিন অ্যালেন ও অধিনায়ক কেন উইলিয়ামসন। পঞ্চম ওভারে অ্যালেনকে শিকার করে জুটি ভাঙেন অভিষিক্ত পেসার আব্বাস আফ্রিদি। ৩টি করে চার-ছক্কায় ১৫ বলে ৩৪ রান করেন অ্যালেন।
অ্যালেন ফেরার পর ক্রিজে উইলিয়ামসনের সঙ্গী হন মিচেল। পাকিস্তানের বোলারদের বিপক্ষে মারমুখী ব্যাটিং অব্যাহত রেখে রান রেট ১০এর উপর রাখেন তারা। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন  উইলিয়ামসন। হাফ-সেঞ্চুরির পর আব্বাসের দ্বিতীয় শিকার হয়ে ৯টি চারে ৪২ বলে ৫৭ রানে থামেন তিনি। মিচেলের সাথে ৪০ বলে ৭৮ রান যোগ করেন প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামা উইলিয়ামসন।
এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ২০ বলে ৩৬ রান তুলেন মিচেল। ফিলিপস ১১ বলে ১৯ রান করে আউটের পর ২২ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন মিচেল। শেষ পর্যন্ত ১৭তম ওভারে দলীয় ১৮৩ রানে মিচেলকে থামান আফ্রিদি। ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ৬১ রান করেন মিচেল।
ইনিংসের শেষ দিকে পাকিস্তানী  বোলারদের উপর চড়াও হন মার্ক চাপম্যান। ২টি করে চার-ছক্কায় সাজানো চাপম্যানের ১১ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসের সুবাদে  ২০ ওভারে ৮ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ দলীয় রান। পাকিস্তানের আফ্রিদি-আব্বাস ৩টি করে এবং হারিস রউফ ২টি উইকেট নেন।
জয়ের জন্য ২২৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে ঝড়ো শুরু এনে দেন ওপেনার সাইম আইয়ুব। মাত্র ৮ বল খেলে ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করে রান আউট হন আইয়ুব।
দলীয় ৩৩ রানে আইয়ুব ফেরার পর সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়ে পাকিস্তানের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ১৯ বলে ৩০ রানের জুটি গড়ে সাউদির শিকার হন ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৫ রান করা রিজওয়ান।
চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি ফখর জামান। স্পিনার ইশ সোধির শিকার হবার আাগে ১০ বলে ১৫ রান করেন জামান। ৯০ রানে তৃতীয় উইকেট পতনের পর পাকিস্তানের রানের চাকা সচল রাখেন বাবর ও ইফতিখার আহমেদ। ১৭ বলে ২৪ রান করা ইফতিখারকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন সাউদি।
ইফতিখার ফেরার পর টি-টোয়েন্টিতে ৩১তম হাফ-সেঞ্চুরির দেখা পান বাবর। তার হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে ৪ উইকেটে ১৫৯ রানে পৌঁচে  পাকিস্তান। এমন অবস্থায় জয়ের জন্য হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৩০ বলে ৬৮ রানের দরকার পড়ে পাকিস্তানের। এরপরই দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা।
পরের ১৮ বলে ২১ রানে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে পাকিস্তান। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৫৭ রান করেন বাবর।
নিউজিল্যান্ডের সাউদি ২৫ রানে ৪ উইকেট নেন। এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক  টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেট পূর্ণ করেন সাউদি। ১৪০ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সাউদির পাশাপাশি নিউজিল্যান্ডের এডাম মিলনে ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের মিচেল।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৪ জানুয়ারি হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD