শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েনটেশন

আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েনটেশন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার ২০১৯ সেমিস্টারের ফ্যাকালটি ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী এ ওরিয়েনটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে আইইউবিএটির শিক্ষার মান, শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষকদের করণীয়, পরীক্ষা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সব শিক্ষক-শিক্ষিকাকে দিক নির্দেশনা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের সার্বিক লক্ষ্য হল যাতে করে শিক্ষকগণ খুব সহজেই শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে পারেন।

ওরিয়েন্টেশন শেষে এ সব বিষয়ে শিক্ষকদের মূল্যায়নের ওপর একটি টেষ্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অবঃ), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া সহকারী অধ্যাপক কানিজ কাকনসহ অন্যান্য অধ্যাপকগণ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD