বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
বাংলাদেশস্থ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরি আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়েও তারা আলোচনা করেন। এক্ষেত্রে একে অপরের সহযোগিতা কামনা করেন তারা।
এ বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় বন্দর নির্মাণে সমঝোতা স্মারকপত্র (এম ও ইউ) স্বাক্ষরের বিষয়টিও আলোচনায় স্থান পায়।