রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
বকের যত্নে সিরাম |
বয়স ত্রিশ পেরিয়েছে, চোখের পাশে একটু কি ভাঁজ পড়ছে, রিঙ্কেল, ব্রন, ডার্ক প্যাচ এসবও রয়েছে? ত্বকের এসব সমস্যা শুধু পরিষ্কার করে ময়েশ্চারাইজার মাখলেই দূর হয় না। প্রয়োজন হয় বাড়তি যত্নের। আর এই যত্নের দায়িত্ব নিতে বাজারে রয়েছে নতুন পণ্য সিরাম।
সিরাম ব্যবহার করলে-
• ব্যবহারের পরই দ্রুত ত্বকে কাজ করতে শুরু করে
ব্যবহারের নিয়ম-
রাতে ঘুমানোর আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। সিরাম ব্যবহার করে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।
কেমন ত্বকে কোন সিরাম
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিরাম পাওয়া যায়। ৩০ থেকে ৫০ গ্রামের সিরামের জার ব্র্যান্ডভেদে দাম দুই থেকে তিন হাজার টাকা। দাম একটু বেশি বলে চিন্তার কিছু নেই, এটি পরিমাণে সামান্য ব্যবহার করতে হয়। আর এটি ব্যবহারের পর ত্বক হয় ঠিক যেমনটি আপনি চান।