রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, খোলস পাল্টে যে নামেই আসুক না কেন, রাজনীতি করার নৈতিক অধিকার নেই জামায়াতের। শনিবার সকালে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার আত্মার মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, দু’টি বিষয় খুব পরিষ্কার তাদের সামনে। একাত্তর সালে জামায়াতে ইসলামী তাদের অপকর্মের জন্য আজ পর্যন্ত তারা দলীয়ভাবে দায় স্বীকার করেনি, ক্ষমা প্রার্থনাও করে নাই।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।