সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
বিএনপির নেতারা দেশের কোন ক্ষতি করার চেষ্টা করলে জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমী চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা এখন টালমাটাল। ঘরে বসে প্রেস ব্রিফিং করে উস্কানীমূলক বক্তব্য দেয়া ছাড়া আর তাদের কোন কাজ নেই। আর জনগণের ওপর তাদের কোন আস্থা নেই।
আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, মাদক ও জঙ্গীবাদসহ যে কোনো অশুভ শক্তিকে আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবেলা করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।