বুধবার, ০১ মে ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি

শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি

আর কয়দিন পরে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। নাড়ির টানে বাড়ি ফিরতে এরই মধ্যে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানেও চলছে টিকিট বুকিং এর তোড়জোড়। আজ বুধবার ( ২২ মে) থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি।  প্রথম দিন দেওয়া হবে ৩১ মে যাত্রার টিকিট। আর আগাম টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত।

এবারই প্রথমবারের মতো কমলাপুর রেল স্টেশন ছাড়াও রাজধানীর ৪টি স্থান থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। কমলাপুর থেকে বিক্রি হবে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

ট্রেনের টিকিট বিক্রির শুরুর আগেই গতকাল দুপুর থেকেই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেছেন যাত্রীরা।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD