বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

দমকা হাওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি

দমকা হাওয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি

রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ শুরু হয়েছে বৃষ্টি। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি স্বস্তি দিয়েছে নগরবাসীকে। আজ বুধবার (২২ মে) সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও ১০টার পর থেকে শুরু হয় হালকা বৃষ্টি

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল সাড়ে ৮টার থেকে পরবর্তী / ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রবৃষ্টি হতে পারে

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, দেশের বিভিন্নস্থানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD