শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সামাজিক প্রতিবন্ধকতা থাকায় বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষায় দেশ এগিয়ে গেলেও এখনও এদেশে বিজ্ঞান গবেষণাগারের অভাব রয়েছে। সামাজিক কিছু প্রতিবন্ধকতা থাকায় নারীরা বিজ্ঞান শিক্ষায় কম অংশ নিচ্ছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নবম কেমিস্ট্রি অলিম্পিয়াডের ঢাকা ডিভিশনের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি এর আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, যে দেশের শিক্ষাব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়ডে অংশ নিয়ে দেশকে তুলে ধরছে বিশ্ব দরবারে। বর্তমানে সারাদেশের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়ডে অংশ নিচ্ছে। এসময় তিনি দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে এবং বিজ্ঞান মনষ্ক সমাজ গঠন করতে সকলের প্রতি আহ্বান জানান। কেমিক্যাল সোসাইটির সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নবম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওয়াহাব খান।