রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ধুলে জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকান্ডে অন্তত ৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। গতকাল সকালে ধুলে জেলার শিরপুরের ওয়াঘাদি গ্রামে অবস্থিত কারখানাটিতে এই বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক কারখানার ভেতরে কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনার সময় কারখানায় অন্তত ১০০ কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণ থেকে আগুন লাগার পর কারখানা ঘিরে ব্যাপক কালো ধোঁয়ার কু-লী দেখা যায়।বিস্ফোরণ ও অগ্নিকা-ের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন ফায়ার সার্ভিস সদস্যরা। তারা আগুন নেভানোর পাশাপাশি কারখানায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।শিরপুর থানার এক কর্মকর্তা জানান, কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিতরা অন্তত আটজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার তৎপরতা চলছে।