সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
মহিউদ্দীন আহমেদ, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের অধীনে থাকা একাধিক কবরস্হান, মাজার, হোষ্টেল মেরামত করার উদ্দেশ্যে কোটি টাকার উপর বারদ্দ করতে চলেছে রাজ্য সংখ্যালঘু দফতর। রাজ্য ওয়াকফ বোর্ড চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি জাষ্টিস আবদুল গণি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বসিরহাটের রুহুল আমিন ওয়াকফ এস্টেট, হাওড়ার হেদায়েত আলী ওয়াকফ এস্টেট, বাঁকুড়া খাজা মুহাম্মদ জাকারিয়া আলী কাদরি ওয়াকফ এস্টেট এর অধীনে থাকা কবরস্হান, মাজার ও কলকাতা পুলিশের অধীন একটি গার্লস হোষ্টেল মেরামত করার জন্য জানুয়ারী মাসেই কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার ফলে সংখ্যালঘু বিষয়ক ও উন্নয়ন দফতরটি নিজের হাতে রেখে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে নজর দেন। সারা রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের একাধিক অজস্র কবরস্হান, মাজার সংস্কার সহ সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় হোষ্টেল নির্মান, উচ্চ শিক্ষার জন্য বৃত্তি সহ একাধিক উন্নয়নমূলক কাজ করেন।