শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

এক মাস পর পরিবারের সঙ্গে দেখা ওমর ও মেহবুবার

এক মাস পর পরিবারের সঙ্গে দেখা ওমর ও মেহবুবার

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসাবে গ্রেফতার করা হয় ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে। গ্রেফতারের প্রায় এক মাস পর তাদের সঙ্গে দেখা করার অনুমতি পান পরিবারের সদস্যরা। খবর জি-নিউজের

শ্রীনগরের হরি নিবাসে রয়েছেন ওমর আবদুল্লাহ। সেখানে তার সঙ্গে বোন সাফিয়া এবং সন্তানরা ২০ মিনিটের জন্য দেখা করেন।

অন্যদিকে চেসমাশাহীতে পর্যটন বিভাগের একটি সরকারি ভবনে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি। গত বৃহস্পতিবার মুফতির সঙ্গে দেখা করেন তার মা ও বোন। তবে জম্মু-কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে এখনও তার ছেলে ওমরের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

জম্মু-কাশ্মীরের সাবেক এই তিন মুখ্যমন্ত্রীর ‘গৃহবন্দিদশা’ কাটার লক্ষণ এখনও দেখা যায়নি। তিনজনের কারও সঙ্গেই সংবাদ মাধ্যমের যোগাযোগের সুযোগ নেই।

অন্যদিকে জম্মু-কাশ্মীরের আরও ১১ থানা এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরের ১০৫টি থানার মধ্যে ৮২টিতে সাধারণ মানুষের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ উঠে গেল।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD