রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন
শ্রীনগরের হরি নিবাসে রয়েছেন ওমর আবদুল্লাহ। সেখানে তার সঙ্গে বোন সাফিয়া এবং সন্তানরা ২০ মিনিটের জন্য দেখা করেন।
অন্যদিকে চেসমাশাহীতে পর্যটন বিভাগের একটি সরকারি ভবনে গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি। গত বৃহস্পতিবার মুফতির সঙ্গে দেখা করেন তার মা ও বোন। তবে জম্মু-কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে এখনও তার ছেলে ওমরের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
জম্মু-কাশ্মীরের সাবেক এই তিন মুখ্যমন্ত্রীর ‘গৃহবন্দিদশা’ কাটার লক্ষণ এখনও দেখা যায়নি। তিনজনের কারও সঙ্গেই সংবাদ মাধ্যমের যোগাযোগের সুযোগ নেই।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের আরও ১১ থানা এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরের ১০৫টি থানার মধ্যে ৮২টিতে সাধারণ মানুষের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ উঠে গেল।