বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান না নারাইন এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা বার্সেলোনার ডি জংয়ের ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, শাস্তির সুপারিশ ইবিতে ভর্তি পরীক্ষা দেবে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী চমক নিয়ে আসছে ‘পুষ্পা-২’ আজ সত্যজিতের প্রয়াণ দিবস বেসিসের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তুলবো: মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানবিকতায়ও নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

নাগরিক তালিকা যেন কাউকে রাষ্ট্রহীন না করে: ভারতকে জাতিসংঘ কর্মকর্তা

নাগরিক তালিকা যেন কাউকে রাষ্ট্রহীন না করে: ভারতকে জাতিসংঘ কর্মকর্তা

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে প্রায় ২০ লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। এর মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার (৩১ আগস্ট) প্রকাশ হওয়া আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত হয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষ। আর বাদ পড়েছে ১৯ লাখেরও বেশি। আসাম সরকার জানিয়েছে, বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। তিনি বলেন, “বিপুল সংখ্যক মানুষের জাতীয়তা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে, এমন কোনও পদক্ষেপ নেওয়া হলে ‘রাষ্ট্রীয় পরিচয়হীন নাগরিক’ সমস্যা সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে।”

আসামের চূড়ান্ত নাগরিক তালিকার কারণে কেউ যেন রাষ্ট্রহীন নাগরিকে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য ভারতকে আহ্বান জানান গ্রান্ডি। এ প্রক্রিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রবাহ এবং আইনি সহায়তাসহ সর্বোচ্চ মানদণ্ড অনুসরণের জন্য দেশটির প্রতি অনুরোধ জানান তিনি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD