শুক্রবার, ০২ Jun ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
অঞ্চল ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মাণাধীন ভবনসহ পরিদর্শনসহ মোট ৩০টি বাড়ি পরিদর্শন করেন। তবে কোথাও এডিস মশার লার্ভা পাননি।
অঞ্চল ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নং ওয়ার্ডের মোট ২৪টি বাড়ি পরিদর্শন করেছেন।
এর মধ্যে ৩টি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল ৫ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মাদ শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের মোট ৪০টি বাড়ি এবং অঞ্চল ২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ২২টি হোল্ডিং পরিদর্শন করেছেন তবে কোথাও এডিস মশার লার্ভা পাননি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে টার্গেট ধরে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ডিএসসিসি গৃহীত ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএসসিসির পক্ষ থেকে বাড়ি বাড়ি এবং নির্মাণাধীন ভবনসমূহে এডিস মশার লার্ভা নিধনে ব্যাপক কার্যক্রম গ্রহণের পাশাপাশি জনউদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর কারণে জনসচেতনতা বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে।