শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তালিকায় এবার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাসযোগ্যতা নির্ণয়ে বুধবার প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৮তম। তালিকায় ঢাকার পরে অর্থাৎ ১৩৯ নম্বরে নাইজেরিয়ার লাগোস এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক রয়েছে ১৪০ নম্বরে। তবে তালিকার শীর্ষে অর্থাৎ সবচেয়ে বাসযোগ্য শহর এবারও অস্ট্রিয়ার ভিয়েনা। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা, শিক্ষার হার ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির মান বিবেচনায় প্রতিবছর এ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ইআইইউ। খবর সিএনএন ও এএফপির। বাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান দখল করেছে ভিয়েনা। এর আগের বছর এক টানা সাতবার প্রথমস্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরকে হটিয়ে এক নম্বরে আসে ভিয়েনা। এবারও দ্বিতীয় স্থানে মেলবোর্ন। এছাড়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ারই আরেক সিডনি। তালিকায় তৃতীয় অপেরা হাউজের শহর। এরপরে চারে স্থান পেয়েছে জাপানের ওসাকা। পাঁচে কানাডার ক্যালগরি। বাসযোগ্য শহরের তালিকায় ছয় নম্বরে আছে কানাডার ভ্যানক্যুভার, সাতে যৌথভাবে টরন্টো এবং জাপানের টোকিও। আটে ডেনমার্কের কোপেনহেগেন এবং দশে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর।

এ হিসেবে দেখা গেছে, বাসযোগ্য শহরের শীর্ষ দশের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানেরই আধিপত্য বেশি। তিনটি ও দুটি করে শহর নিয়ে এগিয়ে আছে দেশ তিনটি। তালিকায় অন্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে প্যারিস ছয়ধাপ পিছিয়ে এবার ৩২ নম্বরে রয়েছে। এছাড়া সিঙ্গাপুর ৪০, লন্ডন ৪৮, নিউইয়র্ক ৫৮ এবং দুবাই রয়েছে ৭০ নম্বরে। সূচকে এবার উন্নতি ঘটেছে রাশিয়ার মস্কো, সার্বিয়ার বেলগ্রেড ও ভিয়েতনামের হ্যানয় শহরের। অন্যদিকে অবনতি ঘটেছে তিউনিসিয়ার তিউনিস শহরের।

ভারতের কোনো শহরই সূচকে তেমন উন্নতি করতে পারেনি। বাসযোগ্য শহরের সূচকে ভারতের রাজধানী নয়াদিল্লি ও বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের অবস্থান অপর্যাপ্ত পানির সুবিধা ও বায়ুদূষণের কারণে গত বছরের চেয়ে নিচে নেমেছে। গত বছর তালিকায় নয়াদিল্লি ১১২তম থাকলেও এ বছর ছয়ধাপ পিছিয়ে ১১৮তম ও মুম্বাই দুই ধাপ পিছিয়ে ১১৯তম স্থানে রয়েছে।

এদিকে তালিকাটিকে উল্টো করে বিবেচনা করলে ১৪০টি দেশের মধ্যে সবচেয়ে বসবাস অনুপযোগী শহরের এক নম্বরে সিরিয়ার দামেস্ক। বসবাস অনুপযোগী শীর্ষ ১০টি দেশের মধ্যে দ্বিতীয় নাইজেরিয়ার লাগোস, তৃতীয় ঢাকা। যদিও গতবছর এ হিসেবে দ্বিতীয় ছিল বাংলাদেশের রাজধানী ছিল। এ তালিকায় চারে লিবিয়ার ত্রিপোলি, পাঁচে পাকিস্তানের করাচি, ছয়ে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবি, সাতে জিম্বাবুয়ের হারারে, আটে ক্যামেরুনের ডাউয়ালা, নয়ে আলজেরিয়ার আলজিয়ার্স এবং দশ নম্বরে ভেনিজুয়েলার কারাকাস।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD