সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘দুপুরের চাইতে ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। এখন উনাকে ডাকলে উনি সাড়া দেন, হাত-পা নাড়েন, ব্লাড প্রেসারও মোটামুটি স্থিতিশীল।’
রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
উপাচার্য বলেন, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তিন সদস্যের একটি টিম দেশে এসেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এই অবস্থায় তাকে সিঙ্গাপুর নেয়া সম্ভব নয়। সেজন্য ২৪ ঘণ্টা এখানেই রেখে চিকিৎসা দেয়া হবে। যেহেতু তার এখন অবস্থা উন্নতির দিকে, সেহেতু বিদেশে নেয়া নেয়া হচ্ছে না। প্রয়োজন হলে বিদেশে নেয়া হবে।