শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে আবারো হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ভারত অধিকৃত কাশ্মিরে এ হামলা হয়। এতে একজন ভারতীয় সেনা নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ভারতীয় নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার সকাল সাড়ে পাঁচটায় লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে রাজৌরি সেক্টরের সুন্দেরবানি এলাকায় মর্টার হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এতে ভারতীয় সেনাবাহিনীর একজন নিহত ও চারজন আহত হয়।
গত মাসের ১৪ তারিখে কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার ওপর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে। কিন্তু পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে কোনো শর্ত ছাড়াই ইসলামাবাদ মুক্তি দিলে উত্তেজনা অনেকটাই কমে আসে। তারপরও মাঝেমধ্যেই দুই দেশের মধ্যে গোলাগুলি বা এলওসি লঙ্ঘনের ঘটনা ঘটছে।