শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
নির্বাচনে যারা হেরে যায় তাদের নানা অভিযোগ থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনে হেরে গিয়ে বিবৃতি দিয়ে অভিযোগ করলে পরে নির্বাচনের অনিয়ম প্রমাণিত হয় না।নির্বাচনের অনিয়মের প্রতিশোধ মানুষের জীবন নিয়ে নয়। কারও কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করা হবে।
সিইসি বলেন, সন্ত্রাসীদের হামলায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে। সন্ত্রাসী এ হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কংলাক ভোট কেন্দ্র থেকে ফেরার পথে নয়কিলো নামক স্থানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ জন নিহত হন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।