শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নেদারল্যান্ডসে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার

নেদারল্যান্ডসে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে ট্রামে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

সোমবার ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রামের ভেতর হামলা চালানো বন্দুকধারী হলেন তুর্কি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকমেন তানিস। ডাচ পুলিশ তানিসের একটি ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহ্বান জানায়। এর পরেই তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়

হামলার ঘটনা থেকে প্রায় দুই মাইল দূরের একটি ভবন থেকে গোকমেনকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কি কারণে সে হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়

হামলার পরপরই ইউট্রেখট শহরের সব স্কুল বন্ধ করে দেয়া হয়। দেশের বিমানবন্দর মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে

স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে ২৪ অকটোবারপ্লেইন মোড় থেকে পুলিশের কাছে ফোনকল আসে। সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছে

গোলাগুলির পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। ইউট্রেখটের পুলিশ বলছে, সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোলাগুলির স্থানটি ঘিরে ফেলে। তাছাড়া আহতদের হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD