বুধবার, ০১ মে ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কাজের কাজি কাঁচা হলুদ

কাজের কাজি কাঁচা হলুদ

রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহারের কথা আমরা সবাই জানি। এর বাইরেও কাঁচা হলুদের ব্যবহার করার কথা বলা হয়। কারণগুলো দেখে নিন:

•    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সতেজ রাখতে কাঁচা হলুদের জুড়ি নেই

•    ত্বকের দাগ, বলিরেখা সান ট্যান থেকে ত্বককে রক্ষা করে কাঁচা হলুদের পেস্ট

•    হজমের গোলমাল, গ্যাসের সমস্যার ক্ষেত্রে কাঁচা হলুদ খুবই উপকারি

•    হলুদে থাকা কারকিউমিন শ্বাসনালীর পথে থাকা বাধাকে দূর করে শ্বাস নেবার ক্ষমতা বাড়ায়

•    হলুদ রক্তে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

•    স্মৃতিশক্তি বাড়াতেও নিয়ম করে কাঁচা হলুদ খেতে পারেন

•    বিষন্নতা থেকে মুক্তি দেয়

•    কাঁচা হলুদ হাড় দাঁতের ক্ষয় রোধ করে

•    কাঁচা হলুদে থাকা ভিটামিন সি সর্দিকাশি কমাতে সাহায্য করে

•    রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) রোধে নিয়ম করে কাঁচা হলুদ খেলে উপকার পাওয়া যায়

•    ক্ষতিকারক জীবাণুর সংক্রমণ থেকে বাঁচায়

•    কাঁচা হলুদে থাকা কারকিউমিন ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে।...

কাঁচা হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্লেমেটরি ইত্যাদি নানা গুণ থাকায়, বিভিন্ন রোগের চিকিৎসায়  ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়

দ্রুত উপকার পেতে কাঁচা হলুদ পেস্ট করে ত্বকে মাখুন দুধ বা পানিতে মিশিয়ে নিয়মিত পান করুন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD