শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এ সফর করছেন তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এম শহীদুল হক। আর ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব সোনাম শং।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুটানে প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসছেন। সেই সফর সামনে রেখে এই বৈঠক হয়েছে।
তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে ভুটানের পররাষ্ট্র সচিব সোনাম শং বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। সে কারণে বাংলাদেশ সফরে আসতে তিনি খুব আগ্রহী। আমরা আশা করছি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তার এই সফর হবে।