শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
জনগনের সমস্যা, আশা-আকাঙ্ক্ষার কথা গণমাধ্যমে আরও বড় পরিসরে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সোমবার ঢাকার মিরপুরে মোহনা টেলিভিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনার প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিউল আলম সুজন, ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁঞা, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ, কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, মিডিয়া ব্যাক্তিত্ব মতিউর রহমান মাইকেল প্রমুখ।
সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক, ইয়াবা, জঙ্গিবাদ বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সরকার গণমাধ্যমকে উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মনে করে। উন্নয়নের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে।’