রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

স্পিকারের সাথে রেডক্রস প্রধানের সাক্ষাৎ

স্পিকারের সাথে রেডক্রস প্রধানের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) প্রতিনিধিদলের প্রধান পিয়ের দ্যোখব সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং আসন্ন ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট’ আয়োজনসহ রেডক্রসের কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, রেডক্রসের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রেডক্রস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে।

দুর্যোগ মোকাবেলায় এ সংস্থা অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিয়ের দ্যোখব বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় তৃণমূলের জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এক্ষেত্রে রেডক্রস দুর্যোগ মোকাবেলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখছে। এ সময় তিনি প্রতিবন্ধীদের নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট’ সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

শিরীন শারমিন বাংলাদেশে রেডক্রসের কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণ সংসদ সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানান। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD