শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

মাদক-জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে হবে

মাদক-জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকসন্ত্রাস জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে হবে। এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। আমরা আমাদের শিশুদের সেভাবে গড়ে তুলতে চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশকে ভালোবেসে কাজ করবে

মঙ্গলবার মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০১৯ জাতীয় শিশুকিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসজঙ্গিবাদ মাদকের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। শিশু কিশোর, অভিভাবক, ছাত্র, শিক্ষক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা শিক্ষাগুরু, মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের গুরু সবাইকে আহ্বান জানাবো মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে হবে।

সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান তাকে অভিবাদন জানান। এরপর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্যারেড কমান্ডার মৌসুমী আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান
বেলুন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৪৯তম স্বাধীনতা দিবসের শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

এরপর প্রধানমন্ত্রী পায়ে হেঁটে প্যারেড পরিদর্শন করেন। শিশুকিশোদের উদ্দেশে বক্তব্যের পর প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই তিন ক্যাটাগরিতে বিজয়ী ৯০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের পর সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিশুকিশোর সংগঠন মনোজ্ঞ কুচকাওয়াজ পরিবেশন করে

কুচকাওয়াজের পর শিশুকিশোর সমাবেশে এবারের থিম সংনোঙর তোল তোল সময় যে হল হলগানটি পরিবেশন করা হয়। গানটির সুরের দোলায় স্টেডিয়াম মাঠ অতিক্রম করে দৃষ্টিনন্দন নৌকা। নৌকার পেছনে বর্ণাঢ্য গাড়ি বহরের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নঅগ্রগতি তুলে ধরা হয়


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD