বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবির ( সাতক্ষীরা-২) এক প্রশ্নে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশে আইনের শাসন নিশ্চিত করে উন্ননের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দল মত নির্বিশেষে সকল ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সারাদেশে অপরাধীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে দুর্নীতি ও অবৈধ অর্থসম্পদ অর্জনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সহ অন্যান্য প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সাথে যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে কেউ করতে না পারে সে জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।’