শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

থাইল্যান্ডে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

থাইল্যান্ডে সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

থাইল্যান্ডে সেলফি তুলতে গিয়ে জলপ্রপাত থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটক ফ্রান্সের নাগরিক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কোহ সামুই দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই দ্বীপের শ্বেত শুভ্র বালি ব্যাকপ্যাকার্স এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

৩৩ বছর বয়সী ওই পর্যটক না মুয়েং-২ জলপ্রপাত থেকে পড়ে গিয়েছিলেন। এর আগে গত জুলাইয়ে স্পেনের এক পর্যটকও ওই একই স্থান থেকে পড়ে গিয়ে মারা যান। ওই জলপ্রপাত থেকে পড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তার এক বন্ধু জানিয়েছেন, তিনি জলপ্রপাতের সামনে সেলফি তোলার চেষ্টা করছিলেন। পরে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান। পর্যটকদের কাছে একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচিত হয় থাইল্যান্ড। প্রতি বছর সাড়ে তিন লাখের বেশি মানুষ থাইল্যান্ডে ঘুরতে যান।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD