মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৭ টন শুটকি মাছ আটক বেনাপোলে আল-আমীন ডায়াগনস্টিক ক্লিনিকের শুভ উদ্বোধন  বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বাণিজ্যে! বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের উপর হামলা বেনাপোল কাস্টমস এনজিও বাবুলের নামে দুদকের চিঠি বেনাপোলে বই বিক্রেতা কর্তৃক অপপ্রচার ছড়ানোর অভিযোগ বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল হত্যার বিচারের দাবিতে মিছিল পূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক  কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড। 

ভারত যাচ্ছে যুব প্রতিনিধি দল

ভারত যাচ্ছে যুব প্রতিনিধি দল

বাংলাদেশের ১০০ সদস্যের একটি যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। সাত দিনের ভারত সফরে থাকছে নয়া দিল্লী, আগ্রা হায়দ্রাবাদ ভ্রমণ। সফরকালে ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। থাকছে বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শনের সুযোগও

বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন বাংলাদেশী যুব প্রতিনিধিদলের ভারত সফরের আনুষ্ঠানিক সূচনা পর্বের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ যুব প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

যুব প্রতিনিধি দলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মাশরাফিএ বছর সপ্তম যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। ২০১২ সালে প্রথম যুব প্রতিনিধি দল ভারত সফর করে। এবারের সফরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবিক ও বিজ্ঞান ছাত্র, সমাজকর্মীসহ অনেকে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD