বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

২৫৪ কোটি টাকার টিভি বিজ্ঞাপন মাইকেল ব্লুমবার্গের

২৫৪ কোটি টাকার টিভি বিজ্ঞাপন মাইকেল ব্লুমবার্গের

টিভি বিজ্ঞাপনের পেছনে মাত্র এক সপ্তাহেই অন্তত ৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫৪ কোটি টাকা। মূলত যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশা থেকেই বিজ্ঞাপন বাবদ এ পরিমাণ অর্থ ব্যয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে তার বিত্ত বৈভবের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে ৬০ সেকেন্ডের এ বিজ্ঞাপন সম্প্রচার শুরু হবে। এটি হবে মূলত ৭৭ বছর বয়সী মাইকেল ব্লুমবার্গের একটি বায়োগ্রাফিক্যাল কমার্শিয়াল বা জীবনীধর্মী বিজ্ঞাপন।

যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে প্রায় ১০০টি নিউজ মিডিয়ায় এ বিজ্ঞাপন সম্প্রচার করা হবে। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে মেইন-এর মতো রাজ্যগুলো থাকবে এ তালিকা।

এদিকে বিপুল অর্থ ব্যয়ে এ বিজ্ঞাপন সম্প্রচারের সমালোচনা করেছেন অনেকে। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির অন্য মনোনয়নপ্রত্যাশীরা এর সমালোচনায় মুখর হয়েছেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন চেয়েছিলেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। সর্বশেষ দলীয় প্রার্থিতার দৌড়ে হিলারি ক্লিনটনের কাছে ছিটকে পড়েন তিনি। এবারও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, মাইকেল ব্লুমবার্গ বা অন্য বিলিয়নিয়াররা মনে করেন যে, তারা বিলিয়ন ডলার ব্যয় করে আমাদের নির্বাচনকে কিনতে পারবেন; তাদের এমন ধারণায় আমি বিরক্ত।

নির্বাচনি প্রচারণায় অর্থ ব্যয়ের তালিকা থেকে ছোট রাজ্য বা শহরগুলোকেও বাদ দেননি মাইকেল ব্লুমবার্গ। নর্থ ডাকোটা-র ফার্গো, মিসিসিপি-র বিলোক্সি-র মতো শহরে বিজ্ঞাপন বাবদ তার অর্ধলক্ষ ডলার ব্যয়ই তার প্রমাণ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD