সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কবি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কবি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, সমালোচক ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে রবিউল হুসাইনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, তার মৃত্যু সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রবিউল হুসাইন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। তিনি স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।  ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান রবিউল হুসাইন।  তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD