বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে গৃহকর্মী হুসনা আক্তারের ভিডিও বার্তার পর তাকে উদ্ধার করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইংয়ের কর্মকর্তা কে এম সালাহউদ্দিন সোমবার রাতে জানান, হুসনা নাজারান শহরে সেইফ হোমে পুলিশের নজরদারিতে রয়েছেন। তিনি এখন নিরাপদে রয়েছেন। তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
জানা গেছে, হুসনা আক্তার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে হুসনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস উদ্যোগী হয়ে এ কাজে সহযোগিতা করছেন।
প্রসঙ্গত, কর্মস্থলে নির্যাতনের শিকার হুসনা আক্তার রোববার দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা পাঠান। তার পাঠানো ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে সৌদিতে নির্যাতনের শিকার সুমি আক্তারও একইভাবে তাকে নির্যাতনের কথা জানিয়ে ভিডিওবার্তা দিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।