বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
দেশব্যাপী শুরু হওয়া যাত্রীবাহী নৌযানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ। তবে মালবাহী নৌযানের কর্মবিরতি চলছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক গণমাধ্যমকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে ও চরমোনাই পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনা করে দেশব্যাপী শুরু হওয়া যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির শুরু করে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ বিভিন্ন দাবি করছেন তারা।