বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচারের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমকর্মীদের একথা বলেন মন্ত্রী।

‘এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে।’ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।

আজ বুধবার দুপুরে হলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD