শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

শিশুদের মন কেড়েছে বানর ও সাপের খেলা

শিশুদের মন কেড়েছে বানর ও সাপের খেলা

দেড় দশক আগেও গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা, বানরের খেলা দেখানোর চল ছিল। তার আগে তো এগুলো বিনোদনের অন্যতম অনুষঙ্গই ছিল গ্রামাঞ্চলের মানুষের। হাট-বাজারেও হরহামেশা দেখা মিলত এই খেলাগুলোর। এখনও সেই চল আছে, তবে না থাকার মতো।

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রাণ চিনিগুড়া নবান্ন উৎসব ১৪২৬’। এখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী বানর ও সাপের খেলা।

বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, বানর ও সাপের খেলার চারপাশে শিশুদের ভিড়। তাদের কেউ কেউ বানরের সঙ্গে করমর্দন করছে। আর সাপ দেখে অনেকে ভয় চিৎকার করে উঠছে। আবার ভয়ে ভয়ে কাছেও আসছে অনেক শিশু।

যারা খেলা দেখাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার তিন দিনই বানর ও সাপের খেলা দেখাবেন তারা।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার সারাদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিনের সকাল শুরু হয়েছে একক লোকসঙ্গীত দিয়ে। এরপর পথনাটক করে চন্দ্রকলা থিয়েটার।

দুপুর সাড়ে ৩টায় একক আবৃত্তি করবেন মাসকুর-এ-সাত্তার কল্লোল ও তামান্না তিথী (গল্প বলা)। আবৃত্তি শেষে একক সঙ্গীতে অংশে নেবেন লোক সঙ্গীতশিল্পী অনিমা মুক্তি গোমেজ, রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্যামল পাল ও চ্যানেল-আইয়ের সেরা কণ্ঠ খায়রুল ওয়ার্সি। এরপর দলীয় গান করবে সুর বিহার। দলীয় নৃত্য করবে গারো কালচারাল একাডেমি। বিশেষ পরিবেশনায় থাকবে মহুয়ার পালা (মানিকগঞ্জ)। আগামী শুক্র ও শনিবারও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে প্রাণ চিনিগুড়া নবান্ন উৎসব ১৪২৬।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD